সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৯ যাত্রীসহ দালাল আটক

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

full_1604518669_1410072072অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালাল সহ ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মো. জাকের হোসেন (২৫), মো. হাসান তালুকদার (১৭), নব কুমার (১৮), শফিকুল ইসলাম (২৫), দিন ইসলাম (১৭), মো. সালমান মিয়া (১৯), মো. আসামুল হক (১৮), মো. ইকবাল হোছাইন (২৬) ও মতলব হোছাইন (২৫)।

 বৃহস্পতিবার রাতে রাজাখালী সুন্দরীপাড়া উপকূল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া দালাল দীর্ঘদিন ধরে আদম পাচারের সঙ্গে জড়িত। তার বাড়ি পেকুয়ার রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া গ্রামে। তার বাবার নাম নুরুল হকের ছেলে। বাকি ৮ জনের বাড়ি বগুড়া, মাদারীপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন গ্রামে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, মালয়েশিয়ায় যাওয়ার কথা বলে জাকের হোসেন ওই আটক ৮ ব্যাক্তির কাছ থেকে অগ্রিম টাকা নেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আটজনকে নিয়ে জাকের রাজাখালী সুন্দরীপাড়া উপকূল দিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলারে ওঠার অপেক্ষা করছিলেন। এমন সময় তাদের আটক করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/অজিত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G