সরকারকে অপূরণীয় মাশুল দিতে হবে

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

abbas sohelঅবিলম্বে খালেদা জিয়ার বাড়িতে বিদ্যুৎ, টেলিফোন, ডিশ ও ইন্টারনেট সংযোগ ফিরিয়ে না দিলে সরকারকে অপূরণীয় মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

শনিবার রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো মির্জা আব্বাসের প্রেসসচিব জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা বিবৃতিতে মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিবৃতিতে মির্জা আব্বাস ও হাবিব উন নবী বলেন, ‘অবৈধ সরকার স্বৈরাচারের সর্বোচ্চ সীমানা অতিক্রম করেছে। যার সর্বশেষ অমানবিক, ন্যাক্কারজনক নজির হলো খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন, ইন্টারনেট ও ডিশ লাইন বিচ্ছিন্ন করে দেয়া।’

তারা অভিযোগ করে বলেন, ‘মন্ত্রী শাহজাহান খানের ঘোষণার ১২ ঘণ্টার মাথায় রাতের আঁধারে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন নেই। আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন সরকারের অবৈধ নির্দেশনা অনুযায়ী চলছে।’

বিএনপি মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দাবি, সরকার খালেদা জিয়ার ওপর নির্যাতন করছে। খালেদা জিয়া এখন মানবেতর জীবন যাপন করছেন।

সরকারের এসব কর্মকাণ্ডসহ বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেয়া ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

মির্জা আব্বাস ও হাবিব উন নবী সোহেল অবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ের সব বিচ্ছিন্ন সংযোগ পূণরায় চালু করার আহ্বান জানিয়ে বলেন, ‘নইলে সরকারকে অপূরণীয় মাশুল দিতে হবে।’

বিবৃতিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল সফল করারও আহ্বান জানান।

প্রতিক্ষণ /এডি /নয়ন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G