সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করছে: হাসিনা

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৪:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

indexসারাদেশের প্রতিটি জেলায় গড়ে উঠা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে নাটোর, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন ।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি মানুষের জন্য কি অর্জন করেছেন? তিন মাস অফিসে কাটালেন। জামিন নিতে আদালতে আত্মসমর্পনও করলেন তাহলে এতো দিন অফিসে কাটালেন কেন’ ?

‘জনগণের সম্পদ ধ্বংস করে এবং দেড় শতাধিক মানুষ পুড়িয়ে মেরে কী অর্জন করেছেন? এর জবাব দেশের জনগন জানতে চায়’।

প্রধানমন্ত্রী বলেন, ফেনী ও নাটোর এক সময় সন্ত্রাসের জনপদ ছিল। এখন সেখানে শান্তি ও শৃঙ্খলা ফিরেছে। দেশের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, আরো হচ্ছে। আওয়ামী লীগ সরকার থাকলেই শুধু দেশে উন্নয়ন হয়।

তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা ৯২ দিনের অবরোধের ক্ষতি সরকার পুষিয়ে নিতে পারবে। ধীরে ধীরে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G