সহিংসতার বিচার করতে ট্রাইব্যুনাল গঠন করা হবে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বর্তমান সহিংসতার ঘটনার বিচার করতে এ্যান্টি- টেরোরিজম স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যতদিন পর্যন্ত স্পেশাল ট্রাইব্যুনাল গঠন না করা হবে ততদিন পর্যন্ত দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ আদালত বর্তমান প্রচলিত আইনের আওতায় ৬০ দিনের মধ্যে ওই সব বিচার কাজ সম্পন্ন করবেন। এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। তবে কোন কোন মামলার ক্ষেত্রে সময় বাড়ানোর প্রয়োজন হলে সে ক্ষেত্রে সময় বাড়ানো যেতে পারে।
ইউরোপিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদলকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও অবহিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/সুজন