নাশকতার সঙ্গে ২০ দলীয় জোট জড়িত নয়

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahbubur 2বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে আবারো শান্তিপূর্ণ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, এসব নাশকতার সঙ্গে ২০ দলীয় জোটের কেউ জড়িত নন।

মঙ্গলবার দুপরে চলমান অবরোধে দেশের বিভিন্ন স্থানে অগ্নিদগ্ধদের দেখতে  ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে গিয়ে সেখান থেকে বেড়িয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চলমান শান্তিপূর্ণ হরতাল-অবরোধে এ সব সহিংসতায় অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এসব যারা করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপির কেউ এ কাজ করে না।’

মাহবুবুর রহমান বলেন, ‘আমরা শান্তি চাই। দেশে আজ সংকট চলছে। রাজনীতিতে সংকট, মানবতায় সংকট চলছে। দেশে এ ধরনের সহিংসতা চলতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে বের হওয়া দরকার। আর এখান থেকে বের হতে সরকারকেই ভূমিকা পালন করতে হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

যারা শান্তি বিনষ্ট করতে চায়, সরকার তাদের কাউকে ধরতে পারছে না। এর দায় বিরোধী জোটের কারো ওপর বর্তানো যাবে না।

তিনি বলেন,‘ আমি এখানে এসেছি সহমর্মিতা জানাতে। দেশে শান্তি ফিরে আসুক এটা আমি চাই ।’

প্রতিক্ষণ/এডি/জেবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G