সহিংসতা আর সন্ত্রাসী কর্মকাণ্ড সাময়িক: অর্থমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (2)হরতাল-অবরোধে উন্নয়নবিরোধী কর্মকাণ্ড চললেও দেশে উন্নয়ন হচ্ছে এবং বিনিয়োগের পরিবেশ ভাল। আর সহিংসতা-সন্ত্রাসী কর্মকাণ্ড সাময়িক। খুব শিগগিরই এ পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সফররত কনফেডারেশন অব এশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডান্ট্রির (সিএসিসিআই-ক্যাচি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সিএসিসিআই প্রতিনিধিদলকে অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে ভালো ছিল। তবে ২০১৫ সালে এন্ট্রি ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিজ শুরু হয়েছে। তবে তা সাময়িক আর এ পরিস্থিততির খুব শিগগিরই উত্তরণ ঘটবে।
দারিদ্র প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাপক জনসংখ্যার দেশ হওয়া সত্বেও বাংলাদেশে দারিদ্রের হার ১৭ শতাংশ। যা মালয়েশিয়া বা অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে অনেক সন্তোষজনক।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিএসিসিআই প্রতিনিধি দলে ভারত, তুরস্ক, থাইল্যান্ড, ইরান, জর্জিয়াসহ নয়টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেন।

 

প্রতিক্ষণ/এডি/মুক্তা

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G