রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর ছাত্রলীগ কর্মী সজীব ও তার সহযোগী কর্তৃক হামলার প্রতিবাদে র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
বুধবার সকাল ১০টায় কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিবাদ র্যালি বের করে।
র্যালিটি রাকসু কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে তারা অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাসুদেব রায়ের মতো একজন সাংগঠনিক কর্মীরা যদি এ ধরনের হামলার শিকার হন তবে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়।
এদিকে বাসুদেবের ওপর হামলার প্রতিবাদে দুপুর ১টায় বিক্ষোভ মিছিল করেছে রাবি প্রগতিশীল ছাত্রজোট।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে পিটিয়ে আহত করা হয় বাসুদেব রায়কে।
প্রতিক্ষণ/এডি/নূর