কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে আইনজীবীরা

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamarujjmanaমুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ৫ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।

বুধবার বেলা ১১ টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।

আইনজীবীদের মধ্যে রয়েছেন, ব্যরিস্টার নাজিব মোমেন, এড. শিশির মনির, এড. এহসান, এড. তাজুল ইসলাম ও এড. মতিউর রহমান আকন্দ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ ফেব্রুয়ারিও কামারুজ্জামানের পাঁচ আইনজীবী তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান।

এরপর ২৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। তারও আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রতিক্ষণ /এডি/মিল্টন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G