সাগরে আটকা পড়া ৯ শত শরণার্থী আশ্রয় দিতে ইতালি সম্মতি দেয়নি
আন্তর্জাতিকে ডেস্ক
ইতালি জার্মান পতাকাবাহী উদ্ধারকারী জাহাজে অপ্রাপ্তবয়স্ক এবং ‘সুরক্ষিত’ শরণার্থীদের নামতে অনুমতি দিয়েছে। কিন্তু প্রায় ৯ শত লোক বহনকারী অন্য তিনটি জাহাজকে নিরাপদ আশ্রয় দিতে অস্বীকার করেছে।
ইতালি ১৭৯ উদ্বাস্তু এবং অভিবাসী বহনকারী একটি উদ্ধারকারী জাহাজকে সিসিলির একটি বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে। উদ্ধারকর্মী এবং একজন ইতালীয় আইনসভার মতে, শিশু এবং অসুস্থ বা “সুরক্ষিত” লোকদের নামাতে শুরু করেছে।
কিন্তু প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি-ডানপন্থী সরকার রবিবার প্রায় ৯ শত শরণার্থী বহনকারী সাগরের পানিতে আটকা পড়া অন্য তিনটি জাহাজ-কে বাজে আবহাওয়ার মধ্যে নিরাপদ আশ্রয়ের যাবার আবেদনে সাড়া দিতে অস্বীকার করেছে।
হিউম্যানিটি ১ জার্মান দাতব্য সংস্থা এসওএস হিউম্যানিটি বলেছে, ইতালীয় সরকার কাতানিয়া বন্দরে নাবালক এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন এমন লোকদের অবতরণ করতে বলেছিল। তবে “অরক্ষিত” শরণার্থী এবং অভিবাসীদের পার্থক্য করার জন্য সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করেছে বিরোধীপক্ষ। জাহাজে থাকা লোকদের সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল।
সূত্র : আল-জাজিরা