সাজঘরে তামিম ; আবারও বৃষ্টিতে খেলা বন্ধ

প্রথম প্রকাশঃ মার্চ ১১, ২০১৬ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ অপরাহ্ণ

শারমিন আকতার

211535

অসম্ভব একটা ভালো খেলা দেখছি অনেকদিন পর মনে হল। কারণ উদ্বোধনী জুটির এমন ঝড় অনেকদিনদেখার সুযোগ হয়নি। তুমুল ঝড়ের পর এক অপূর্ব ঝোড়ো ইনিংস খেলে  এইমাত্র ২৬বলে ৪৭ রান করে আউট হয়ে গেলেন তামিম ইকবাল। ঠিক তারপরই আবারও শুরু হল বৃষ্টির অতর্কিত হামলা। যেন তামিমের মনের কান্না হয়ে ঝড়ল এই হঠাৎ বৃষ্টি। 

এ মুহুর্তে বাংলাদেশের সংগ্রহীত  রান হল ৯৪, দুই উইকেটে। তবে আজ যে খেলা তামিম খেলে গেল তা সত্যিই প্রশংসার যোগ্য। এটুকু বুঝলাম, যদি আত্মবিশ্বাস নিয়ে তামিম খেলতে শুরু করে তাহলে ভাগ্য ছাড়া বাধা দেওয়ার আর কেউ থাকে না তখন।

অন্যদিকে সৌম্যকে একটু নড়বড়ে মনে হল। যদিও তামিমের ছোঁয়ায় তার রেশ খুব একটা চোখে পড়ছিল না। বেশ কয়েকবার ক্যাচের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত উইকেট কিপার তার স্ট্যাম্পের বেলটা উপড়ে ফেলল কিন্তু সৌম্য বেশ সামনে গিয়ে মারার চেষ্টা করেছিল। এভাবেই প্রথম উইকেটটা গলে। তবুও আমাদের কাছে কিছুই মনে হচ্ছিল না। কারণ উইকেটে তখনও দাপটের সাথে খেলে যাচ্ছিল তামিম।

জোরালো ঝড়ের সাথে তামিমের আউটটি যখন হলো; দুচোখ তখনও ঠিক মেনে নিতে পারছিল না ব্যাপারটা। মেনে নেওয়া না নেওয়ার মাঝামাঝিতে এসে বৃষ্টি হানা দিল দারুণভাবে। ইস, কী খেলাটাই না চলছিল। একেবারে আসল বাঘের গর্জন শুনতে পাচ্ছিলাম। তবে যে হারে বৃষ্টি পড়ছে তাতে মনে হয় না আর খেলা এগুবে। এবার পয়েন্ট ভাগাভাগির সময় হয়ে এল বলে। বলতে কষ্ট হলেও এটাই এখন নির্মম সত্যি মনে হচ্ছে। উপায় নেই মেনে নিতে হচ্ছে।

====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G