সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
নিজস্ব প্রতিবেদক
দেশের পুঁজিবাজার পরিবর্তন হতে শুরু করেছে। প্রতিদিনই বাড়ছে সূচক ও লেনদেন। এরই ধারাবাহিকতায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। যা গত সাড়ে ৭ মাসে এত লেনদেন কোনোদিন হয়নি।
এর আগে গত বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ১ হাজার ৯৭ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।
আর বছরের প্রথম কার্যদিবসে ডিএসইতে ২২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর ডিএসইতে লেনদেন বাড়লেও তা খুব বেশি দূর যেতে পারেনি। এপ্রিল মাস পর্যন্ত পুঁজিবাজার বড় ধরনের পতনেই পার হয়েছে। তবে মে মাস থেকে পুঁজিবাজার আবার ইতিবাচক ধারায় ফিরেছে।
বিশ্লেষকদের মতে, কয়েকটি কারণে লেনদেনে গতি ফিরেছে বাজারে। প্রথমত, বাজারে আস্থার পরিবেশ ফিরে আসায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছেন বাজারে। সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ হার কমানোয় এ দুই খাতের বিনিয়োগও পুঁজিবাজারমুখী হচ্ছে। অন্যদিকে কয়েকদিনের টানা উর্ধগতির কারণে অনেক ঋণাত্মক ইক্যুইটির হিসাব ধনাত্মক হচ্ছে। বাড়ছে ইক্যুইটি। আবার মার্জিনধারী হিসাবে মুনাফা তুলে নেবার কারণে বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা বেড়েছে। ফলে এসব হিসাবে লেনদেন বাড়ছে। সব মিলিয়ে লেনদেন হয়ে উঠেছে উর্ধমুখী।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ১ হাজার ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২১৩ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৫ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, বারাকা পাওয়ার, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট এবং এমজেএল বিডি।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর