সাপাহারে সিএইচসিপিদের ধর্মঘট: দুর্ভোগে রোগীরা
নয়ন বাবু
সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহার উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে সেবাদানকারীরা ধর্মঘট পালন করে আসছে। এ্ররই অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট পালন করেছেন।
কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডরদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডর এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ ধর্মঘট পালনকরেন সেবাদানকারীরা।
সকাল থেকেই উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে সাধারণ রোগীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যায়।
স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে গ্রামের হতদরিদ্র ও অসুস্থ্য রোগীরা চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছে। বেলা ১১টায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল গৌরিপুর কমিউনিটি ক্লিনিকে প্রায় ২০/২৫ জন হতদরিদ্র রুগীদের দেখা গেলেও কমিউনিটি ক্লিনিকে সেবাদান কার্যক্রম বন্ধ ছিল। এতে করেওই রুগীরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর এ্যাসোসিয়েশন সাপাহার শাখার সভাপতি রাসেল বাবু জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ ধর্মঘট পালন করা হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারী ঢাকা বিএমআরসি ভবনের সামনে অনশন কর্মসূচীর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এরপরেও যদি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে লাগাতার ধর্মঘট কর্মসূচীর ঘোষণা আসতে পারে ।
প্রতিক্ষণ/এডি/আস