সালাহ উদ্দিনকে ফেরত চেয়ে ৪৮ ঘণ্টার হরতাল

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sala22বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

একইসঙ্গে পূর্বঘোষিত অবরোধ চলবে বলে জানিয়েছে জোটটি।

মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব বরতক উল্লাহ বুলুর নামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণাও দেওয়া হয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে নিয়ে যাবার পর সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। অতি সম্প্রতি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ দেশব্যাপী আরো অনেক নেতাকর্মীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।’

তিনি দাবি করেন, ‘সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে সাজানো গল্প ফাঁদা হয়েছে এবং শীর্ষ পর্যায় থেকে উৎকট ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে। এতে তার পরিবারের এবং আমাদের উৎকণ্ঠা তীব্র হচ্ছে।’

বরকতউল্লাহ বুলু বলেন, সালাহ উদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করার কথা আমরা বলেছি। কিন্তু তার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে উধাও করে ফেলার মতো ধৃষ্টতাকে কোনো ক্রমেই মেনে নেয়া যায় না।

সকল গণতান্ত্রিক ব্যক্তি ও শক্তিসহ দেশবাসীর প্রতি এ সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহবান জানানো হয়।

বিবৃতিতে বরকত উল্লাহ বুলু বলেন, ‘হরতাল শেষে শুক্রবার সারা দেশে সালাহ উদ্দিনের জন্য সকল মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G