সালাহ উদ্দিনের সন্ধান চেয়ে হাইকোর্টে স্ত্রীর রিট

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

salaবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন তার স্ত্রী প্রাক্তন এমপি হাসিনা আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে এ রিটটি দায়ের করেন তিনি।

দুপুরের পর এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করবেন বলে জানিয়েছেন অপর আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

উল্লেখ্য, বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা সালাহ উদ্দিন আহমদকে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা। এছাড়া, সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের ঘটনায় তিনি উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

প্রতিক্ষণ /এডি/মাহমুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G