সিদ্ধান্ত নিয়েছি বিএনপির সাথে কোনও সংলাপ নয়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

1423338903আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা (১৪ দল) আমাদের সিদ্ধান্তে অটল আছি। যারা দানবের মত মানুষের ওপর হামলা করে তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না।’

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ১৪ দলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সংলাপের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চিঠি দিয়েছেন। চিঠির আহ্বানে সাড়া দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ যে কেউ সংলাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারে। কিন্তু আমরা সিদ্ধান্তে অটল আছি। দানবের সঙ্গে মানবের কোনো সংলাপ হবে না।’

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে সাধারণ মানুষও মারা যাচ্ছে’ এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন,‘ কেউ নৈরাজ্য সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। আগে থেকেই তারা বলে আসছে আক্রান্ত হলে গুলি করবে।’

নাসিম বলেন,‘ আদালতের রায়ে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা আবদুস সোবহানের মৃত্যদণ্ড হওয়ায় বাংলার মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায়ের জন্য প্রধানমন্ত্রী ও ট্রাইব্যুনালকে অভিনন্দন জানাই আমরা। আদালতের এ রায়ে  জনগণের পাশাপশি ১৪ দলও স্বস্তি প্রকাশ করছে।’

এছাড়া, ২০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে শান্তি মিছিল ও ২৪ ফেব্রুয়ারি রাজশাহীতে সামাবেশ করার ঘোষণা দিয়েছে ১৪ দল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভুইয়া, তথ্য সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, সদস্য একেএম এনামুল হক শামীম, সংসদ ফজলে নূর তাপস, ইলিয়াস মোল্লা, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ।

১৪ দলের নেতাদের মধ্যে দিলীপ বড়ুয়া, জাকির হোসেন, ডা. শাহাদাত হোসেন, ওয়াজেদুল ইসলাম খান, ইসমাঈল হোসেন, রেজাউর রশিদ, আবু সাঈদ প্রমুখ উপস্থিত ‍ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G