সিরিজ জেতা ম্যাচেও সেরা মিরাজ

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২২ সময়ঃ ১১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

পর পর দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। দুই ম্যাচেই খাদের কিনারা থেকে টেনে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। স্বাভাবিক ভাবেই মিডিয়ার আগ্রহটা থাকবে তাঁর দিকেই। আজ তো ক্যারিয়ারের ১ম সেঞ্চুরির সাথে উইকেট শিকার করলেন। মিরাজকেই মিডিয়া সামনে চাইবে। সেটা বুঝেই আজও মিরাজকেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরাজই হাজির হলেন।

বললেন, ‘অবশ্যই আমাদের মানসিকভাবে সে প্রস্তুতি ছিল যে রোহিত শর্মা ব্যাটিং করতে পারে। যদি সে ব্যাটিং করতে আসে আমাদের বোলারদের ওই পরিকল্পনা ছিল যে কীভাবে বল করবো। কিন্তু দিন শেষে আপনাকে ১০ উইকেটই নিতে হবে। ১০ উইকেট না নিলে জিততে পারবো না। তারপরও সে খুব ভালো ব্যাটিং করেছে। সে যেভাবে খেলেছে তা ওদের জন্য ইতিবাচক দিক। আমার কাছে যেটা মনে হয় আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। যেভাবে চাপে রেখেছে…মাঝে একটা জুটিও হয়ে গিয়েছিল। এটা হতেই পারে, আমাদেরও হয়েছে। তারপরও আমরা খুব ভালো ওভারকাম করেছি। মুস্তাফিজ আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, এবাদত ভালো বোলিং করেছে, সাকিব ভাই, নাসুমও। আমার কাছ থেকে যেটা আশা করেছিল সেটা আমি দিতে পারিনি (বোলিংয়ে)। আমার একটু ক্র্যাম্প করতে ছিল, আমার অনেক বেশি টান লাগতে ছিল তাই বোলিং টেনে নিতে পারিনি। কিন্তু রিয়াদ ভাই আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে, ৩-৪ ওভার ভালো বোলিং করে দিয়েছে মাঝখানে।’

মিরাজ আরো বলেন, ‘আমার যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে, তখন কিন্তু বোলার হিসেবেই হয়েছে টেস্ট থেকে। ব্যাটিং অনেক পরে করতাম। নিজেকে ওভাবেই মানসিকভাবে তৈরি করেছি যেহেতু বোলিং ভালো হচ্ছে। ব্যাটিংয়েও সুযোগ পাচ্ছিলাম না। এখন তো অনেক পরিপূর্ণ হয়েছি, অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।

মানিয়ে নিয়েছি কীভাবে খেললে ভালো হবে। কোথায় উন্নতি করতে হবে সেসব নিয়েও কাজ করেছি। সবসময় চেষ্টা করি কীভাবে নিজেকে দিন দিন উন্নতি করা যায়। শুরুর দিকে ব্যাটিং খুব খারাপ ছিল। এখন যে অনেক ভালো হয়ে গেছে এটা। কিন্তু ভালোর তো শেষ নেই। উন্নতির তো শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে আপনার ডে বাই ডে সবসময় উন্নতি করতে হবে। এছাড়া আপনি সফল হতে পারবেন না। তো নিজেকে ওভাবে মানসিকভাবে তৈরি করছি যে কীভাবে ভালো করা যায়।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G