সিরিয়ায় সংঘর্ষে নিহত ১৫০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

sadfghjklসিরিয়ার আলেপ্পো শহরে সেনা ‍অভিযান শুরুর পর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সরকারসমর্থিত ৭০ যোদ্ধাসহ দেড়শতাধিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮০ জনের ও বেশি জঙ্গি রয়েছেন।।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলোকে উদ্ধৃত করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সেনাবাহিনী সমর্থিত সরকারি যোদ্ধারা আলেপ্পোর উত্তরাঞ্চল দখলে নিয়ে বিদ্রোহীদের যোগাযোগ ও সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চালায়।

এরপরই সেনাবাহিনী অভিযানে নামলে জঙ্গিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত সরকারসমর্থিত যোদ্ধাদের ৭০ জন ও জঙ্গি গোষ্ঠীর ৮০ জনের খবর পাওয়া গেছে।

আলেপ্পোয় কয়েকটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত রয়েছে। এই গ্রুপগুলোর মধ্যে ইসলামিক ব্রিগেড, আল-কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট এবং পশ্চিমা সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বাহিনী সবচেয়ে প্রভাবশালী।

২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে এ সংঘাতের সূত্রপাত। অবশ্য, এখন সেখানে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা করছে জাতিসংঘ।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G