সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬৭
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সিরিয়ার ইদলিব ও হোমস প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এর মধ্যে ইদলিবের পশ্চিমাঞ্চলীয় আল জানুদিয়া গ্রামে নিহত হয় ৬ শিশুসহ অন্তত ৪৯ জন। আহত হয়েছে আরও অনেকে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক দলের বরাত দিয়ে সোমবার রাতে রয়টার্স এ সংক্রান্ত একটি ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা যায় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর ব্যারেল বোমা হামলায় তছনছ হয়ে গেছে পুরো এলাকা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় গত ৪ বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। সরকারের পতনের দাবিতে এ যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় আল কায়েদা সমর্থিত আল নুসরা ফ্রন্ট।