সিরিয়ায় রকেট হামলায় নিহত ২৭

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

damuscus1434515488সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনীর রকেট হামলায় ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

বুধবার রাজধানী দামেস্কের ডুমায় চালানো ওই হামলায় বিধ্বস্ত হয়েছে ডুমার একটি আবাসিক এলাকা। এছাড়া ওই হামলায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন বেসামরিক নাগরিক।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ‘এলিফ্যান্ট রকেট’ নামে একটি বিশেষ ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রকেটটি উচ্চ মাত্রার বিস্ফোরক সমৃদ্ধ।

এদিকে দেশটির দেহরা প্রদেশের ঘারিয়া অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। হামলায় ১৩ শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। তবে ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরিয়া সরকার। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয়রা। এ ঘটনায় কমপক্ষে আরো ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার মানবাধিকার কর্মীরা। ২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G