সুচি সংসদে যাচ্ছেন আজ
আন্তর্জাতিক ডেস্ক
৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মিয়ানমারে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন বসতে যাচ্ছে।
সোমবার বসছে দেশটির নতুন নির্বাচিত সরকারের প্রথম সংসদ।
দীর্ঘদিনের সেনা শাসনের অবসান ঘটিয়ে নতুন এই অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে দেশটির সংসদ ভবনে এসে জড়ো হয়েছেন শতাধিক সংসদ সদস্য। নতুন এই সংসদের প্রথম কাজ হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা। সাংবিধানিক বাধা থাকায় প্রেসিডেন্ট হতে পারছেন না দেশটির গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১৫ বছরব্যাপী গৃহবন্দী থাকা অবিসংবাদিত নেত্রী অং সান সুচি। কারণ, তার পুত্র ব্রিটেনের নাগরিক। তবে সুচি আগেই বলেছেন, দেশটির গঠিত নতুন নেতার মাধ্যমে তিনি দেশের প্রয়োজনে প্রভাব ফেলতে পারবেন।
মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সাং সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮০ শতাংশ আসনে জয়লাভ করে। কিন্তু মিয়ানমারের সংবিধান অনুযায়ী এক চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে। যেখানে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও দায়িত্ব গ্রহণ করবে দেশটির সেনা কর্মকর্তারা।
প্রতিক্ষণ/এডি/এফটি