সুলতান সুলেমান মসজিদ
নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয়দের কাছে ‘সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট’ খ্যাত সুলতান সুলেমান প্রকৃত অর্থেই পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একজন শাসক ছিলেন। বাবা প্রথম সেলিমের উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণের আগে মানিসাসহ তিনি রাজ্যের প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপরই অটোমান সাম্রাজ্যের চূড়ান্ত ক্ষমতা তোপকাপি প্রাসাদের হাতছানি।
ক্ষমতার টানাপড়েনে ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই-সন্তান হত্যা, দাসপ্রথা আর হারেমের নানা পরিক্রমা ছাপিয়ে এগিয়ে গেছে সুলেমানের শাসনকাল। বিশ্বজুড়ে এ এক বিরল কাহিনী।
এখনও কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে সুলতান সুলেমানের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শন। এগুলোর মধ্যে অন্যতম সুলতান সুলেমান বা সুলেমানিয়া মসজিদ।
ইস্তাম্বুলের সবচেয়ে বড় মসজিদ এটি। সুলতান সুলেমানের হুকুমে সিনান ১৫৫০ সালে, মসজিদের কাজ শুরু করেন যা শেষ হয় ১৫৫৭ সালে। সিনান বাইজান্টাইন চার্চ হাজিয়া সোফিয়ার অর্ধেক গম্বুজের ধারণা ব্যবহার করেন, কাজে লাগান এ মসজিদের নির্মাণশৈলীতে। মসজিদের মিনারগুলো পেনসিলের মতো। এতে রয়েছে ছোট-বড় অসংখ্য গম্বুজ ।
সুলতান সুলেমান মসজিদের ভেতরের শৈলীও দৃষ্টিনন্দন। শব্দ নিয়ন্ত্রণের জন্য থাম আর দেয়ালগুলোর ভেতরে অনেক অনেক ঘড়া ব্যবহার করা হয়েছিলো। এছারাও মসজিদ কমপ্লেক্সে হাসপাতাল, স্কুল, সরাইখানা, সাধারণের জন্য গোসলখানা, মক্তব, হাদিস স্কুল, মেডিক্যাল কলেজ ইত্যাদিও নির্মিত হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/এস আর এস