সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি।
তবে দলটি মনে করে সেটি আগামীকাল (বুধবার) থেকেই মোতায়ন করলে ভাল হত। এছাড়া তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বিচারিক ক্ষমতা দিয়ে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার আহবান জানানো হয়।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব কথা জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়ীবহরের ওপর হামলার ঘটনাকে প্রধানমন্ত্রী নাটক বলে হাস্যকর যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাসীরা আরও আষ্কারা পাবে।
এদিকে বিকেলে নির্বাচন কমিশনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। কমিশনের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সেনা মোতায়েনে সন্তুষ্টির কথা জানান। একই সাথে নির্বাচনের এই সাতদিন কাউকে গ্রেফতার না করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।
এর আগে দুপুরে তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামি ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানায়।
প্রতিক্ষণ/এডি/আরেফিন