সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসকের জামিন

প্রকাশঃ মে ২২, ২০১৭ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

অবহেলা ও ভুল চিকিৎসায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসক।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ ৮ চিকিৎসক। ৩০ হাজার টাকা মুচলেকায় আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী হারুন অর রশীদ। আদালতে জামিনের বিরুদ্ধে কোনো আবেদন হয়নি।

জামিন পাওয়া অন্যরা হলেন- ডা. কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, ডা. এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।

সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে ঐ ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাদী হয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে হাসপাতাল পরিচালক ডা. এম এ কাশেমকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তিনি এ মামলায় জামিন পান।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G