আসছে সেল্ফ ব্যালেন্সিং বাইক
প্রতিক্ষণ ডেস্ক:
বাইক রাইড করে পৌঁছুলেন গন্তব্যে। এরপর বাইকটিকে স্ট্যান্ট করে পার্ক করতে হবে । না, সেটি আর আপনাকে করতে হবে না। কোথায় পার্ক করতে হবে সেখানেও নিয়ে যেতে হবে না, আপনি গেলে বাইক নিজেই আপনার পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে থাকবে সেখানে।
শুধু তাই নয়, রাইডিং এর সময় আপনাকে আর খেয়াল রাখতে হবে না বাইক ব্যালেন্সিয়েও। রাইডিং অ্যাসিস্ট টেকনোলজির মাধ্যমে সেটাও নিজেই করবে আপনার বাইক। সেল্ফ ব্যালেন্সিং কারের পর এবার এমনি সেল্ফ ব্যালেন্সিং বাইক আনলো বিখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠান হোন্ডা।
বাইকটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দুই চাকার ওপর দাঁড়িয়ে থাকতে পারে। এর ব্যালেন্সিং ফিচার বাইকটিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এর ফলে পার্কিংয়ে কম জায়গায় বাইকটি পার্ক করা যাবে।
সেলফ ব্যালেন্সিং এই বাইকটিতে রাইডিং অ্যাসিস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে জাইরোস্কোপও রয়েছে। এছাড়াও বাইকটিতে অত্যাধুনিক সব ফিচার রয়েছে। বাইকটি স্পোর্টস ঘরানার। এতে আছে শক্তিশালী ইঞ্জিন। দুই চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও বাইকটির বডি গ্রাফিক্সও অসাধারণ। হোন্ডা মোটর জানিয়েছে, অদূর ভবিষ্যতে তাদের এই বাইক সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চলবে। ইতোমধ্যে ইলেকট্রনিক স্টিয়ার এবং ওয়্যার সিস্টেম নামে এই নতুন প্রযুক্তির ওপর কাজও চলছে।
এর ফলে রাইডার চাইলে সামনের চাকার ওপর বাইকের নিয়ন্ত্রণ ক্ষমতা দিতে পারবে। জ্যাম রাস্তায় ঘণ্টায় ৩ মাইলের কম স্পিড থাকলে বাইক নিজে থেকে পথ খুঁজে নিয়ে চলবে। বেশি গতিতেও কী ভাবে বাইক স্ব-নিয়ন্ত্রিত হতে পারে তা নিয়েও চলছে নানা গবেষণা। হোন্ডা সেলফ ব্যালেন্সিং এই বাইকটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর দর দামও প্রকাশ করেনি হোন্ডা।
প্রতিক্ষণ/এডি/এস.টি