সোনালী ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
সোনালী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ শাখার আয়-ব্যয় হিসাবের ৬৫ লাখ টাকা ব্যাংকের ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারী নিজ হিসাবে সরিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে।
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপল কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক আমির হোসেন এ বিষয়ে জানান, গত ২৬ জুন সোনালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ফরিদপুর থেকে মহাব্যবস্থাপক সরদার নূরুল আমিন ডিঙ্গেদহ সোনালী ব্যাংক শাখার গ্রাহকদের আয়-ব্যয়ের হিসাবের ৬৫ লাখ টাকা কয়েক জন ব্যাংক কর্মচারির নিজ নিজ হিসাবে সরিয়ে নেওয়ার বিষয়টি চিহ্নিত করেন। ওই টাকা ব্যাংক ব্যবস্থাপক মনিরুজ্জমান, কনিষ্ঠ ব্যাংক কর্মকর্তা শামসুল আলম ও কর্মকর্তা মিজানুর রহমানসহ আরো দু’জন কর্মচারির হিসাবে পাওয়া যায়।
কর্মচারি দুজনের নাম গোপন করে তিনি বলেন, ‘তাৎক্ষণিক মহাব্যবস্থাপক বিষয়টি চিহ্নিত করে চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক লিমিটেডের ডিঙ্গেদহ শাখার কর্মকর্তা (কম্পিউটার পরিচালক) কে সাময়িক বরখাস্ত করেন। সেই সঙ্গে তৎকালীন ব্যবস্থাপক মনিরুজ্জামান কে সোনালী ব্যাংক লিমিটেডের কুষ্টিয়া প্রিন্সিপল কার্যালয়ে ও কনিষ্ঠ ব্যাংক কর্মকর্তা শামসুল আলমকে ওই ব্যাংকের কুষ্টিয়া মীরপুর শাখায় শাস্তিমূলক বদলির নির্দেশ দেন। এরপর তিনি তাদের সমস্ত নথিপত্র ব্যাংকের বিভাগীয় কার্যালয় ফরিদপুর নিয়ে যান। ব্যাংকের আয়-ব্যয় হিসাবের ৬৫ লাখ টাকা ৫ জন কর্মচারির নিজ নিজ হিসাবে সরিয়ে নেওয়ার অপরাধের তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেখান থেকে গত ৫ জুলাই সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’ তারা অবশ্যই জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিক্ষণ/এডি/জুয়েল