সোয়াটের অভিযান চলছে; ব্যাপক গুলাগুলি

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৭ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

দুটি আস্তানার মধ্যে শহরের বাইরেত ফতেহপুর আস্তানায় অভিযানে নেমেছে সোয়াট। এরপর শহররের বড়হাট আস্তানায় সোয়াট অভিযান করবে বলে জানা গেছে। বৃষ্টির মধ্যেই অভিযান শুরুর পর বাংলো ধাঁচের বাড়িটি থেকে টানা গোলাগুলির শব্দ পাওয়া যায়।

সিলেট পুলিশের ডিআইজি কামরুল আহসান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এই অভিযান শুরু করেন।

বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা থেকে এসে সোয়াট প্রথমেই সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেহপুরে এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে। গ্রামের মধ্যে এই আস্তানা থাকায় ঝুঁকি বেশি বলে পরে শহরের আস্তানায় অভিযান করবে তারা। পৌর শহরের বড়হাট এলাকার অন্য জঙ্গি আস্তানাও ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানে সন্ধ্যার দিকে জঙ্গিদের সাথে টানা গুলি বিনিময় হয়। জঙ্গিরা ভারি অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছে। এলাকাটিতে গুলির শব্দে আতঙ্কিতপরিস্থিতি বিরাজ করছে। বড়হাট এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরের দুটি বাড়ি বুধবার ভোরে পুলিশ ঘিরে ফেলার পর থেকে সারাদিনই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

জানা গেছে, এই আস্তানায় অভিযান শেষে রাতেই শহরের আস্তানায় অভিযানে নামবে সোয়াট। আপাতত বড়হাট এলাকা শান্ত রয়েছে। তবে আস্তানার পাশে বালুর বস্তা ফেলতে দেখা গেছে পুলিশকে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G