সৌদি আরবের মসজিদে আবারও বোমা হামলাঃ নিহত ১৩

প্রকাশঃ আগস্ট ৭, ২০১৫ সময়ঃ ৯:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

saudiসৌদি আরবের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। নিহতদের অধিকাংশই নিরাপত্তাবাহিনীর সদস্য। যে মসজিদটিতে বোমা হামলা চালানো হয়েছে সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের স্থানীয় সদর দপ্তরের অংশ।

বৃহস্পতিবার ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদির আসির প্রদেশের আবহা শহরে এ হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির সরকারি টেলিভিশন নিহতের সংখ্যা ১৭ বলে জানিয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকী তিনজন মসজিদ আঙ্গিনায় কর্মরত শ্রমিক। হামলাকারীরা যখন বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছিল তখন তারা নামাজ পড়ছিলেন। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত মে মাসে সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হন এবং গত জুলাই মাসের মাঝামাঝি রাজধানী রিয়াদের একটি কারাগারের কাছে নিরাপত্তা বাহিনীর চৌকিতে গাড়িবোমা হামলায় একজন চালক নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছিল ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে খেলাফত রাষ্ট্রের ঘোষণা দেওয়া জঙ্গি সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

প্রতিক্ষণ/ এডি/ ইমতিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G