স্তব্ধ হয়ে আছে মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের ফতেহপুর নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে ১ ঘণ্টা ধরে কোনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা আটটা পর্যন্ত তুমুল গুলাগুলির পর আর কোনো গুলি চালাচ্ছে না জঙ্গিরা।
ইতোমধ্যে বাড়ির ভেতরে পুলিশের বিশেষ দল সোয়াট অবস্থান করছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও বাড়ির ভেতরে যেতে দেখা গেছে। একই অবস্থা শহরের বড়হাট এলাকার আস্তানাটিতেও।
সিলেট জোনের ডিআইজি আহসান হাবিব জানান, ‘অভিযান এখনই শেষ কিনা স্পষ্ট বলা যাচ্ছে না। সময় লাগতে পারে, বৃষ্টি হচ্ছে’।
এদিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার বাসাটিতে এখনও কোনো অভিযান চালানো হয়নি। পুলিশ বাসাটি ঘিরে রাখলেও এখানে নিরবতা বিরাজ করছে। তবে নাসিরপুরের অভিযান শেষে এখানে অভিযানের কথা থাকলেও বৃষ্টির কারণে রাতে তা না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/শাআ