স্পট ইনাতগঞ্জ : বিশ্বকাপকে পুঁজি করে ডিস ব্যাবসায়ীদের অত্যাচার

প্রকাশঃ নভেম্বর ২২, ২০২২ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধ

কাতার বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এলাকা ইনাতগঞ্জে ডিস ব্যবাসায়ীরা সাধারণ গ্রাহকদের নিয়ে অবৈধ বাণিজ্য শুরু করেছে। গ্রাহকদের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। নতুন করে টাকা দিয়ে আবার  সংযোগ নিতে বলা হয়েছে। তার জন্য দুই হাজার টাকার মূল্যের চ্যানেল বৃদ্ধির বক্স নিতে হবে গ্রাহকদের। তা না হলে সংযোগ চালু করা হবে না বলে জানিয়েছে ডিম মালিকপক্ষরা। এতে করে চরম ভোগান্তিতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সরজমিনে পাওয়া তথ্য মোতাবেক, গত প্রায় একযুগ থেকে ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র সোহেল রানা গংরা ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার, ইনাতগঞ্জ বাজার, ঘোলডুবা খেয়াঘাট বাজারসহ  ৩০টি গ্রাম, দীঘলবাক ইউনিয়নের ১০ টি গ্রামের  পাশাপাশি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৬/৭ গ্রামের কয়েক হাজার গ্রাহকের মধ্যে ডিস সংযোগ দেন । প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি ২৫০ টাকা আদায় করলেও শুরু থেকে বাংলাদেশী ১০/১২ টি চ্যানেলসহ ২০/২২ টি চ্যানেলের বেশী দেখা যায় না।

গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল খেলা। কিন্ত তার আগেই ১৮ নভেম্বর কৌশলে সব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডিস ব্যবসায়ীরা। গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন দেখে মোবাইল ফোনে ও সরাসরি তাদের সাথে যোগাযোগ করলে তারা গ্রাহকদের বলেন, সরকারে পক্ষ থেকে ১৫ শ’ থেকে ২ হাজার টাকা মূল্যের চ্যানেল বক্স নিতে বলা হয়েছে। আমাদের কিছু করার নেই।

ডিস ব্যবসায়ীদের কথা শুনে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েছেন। গ্রাহকরা বলেন, সম্প্রতি অনুষ্টিত টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জিটিভিতে চ্যানেল বক্স ছাড়াই  গ্রাহকরা নির্বিঘ্নে দেখেছেন। চলতি বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কৌশলে ডিস ব্যবসায়ীরা গ্রাহকদের হয়রানি করছে।

এ ব্যাপারে গ্রাহক মালিক মিয়া বলেন,  শহরের লোকের সাথে আমরাও গ্রামে বসে দেশ বিদেশের খবর ও খেলাধুলা দেখতে পারতাম। ডিস ব্যবসায়ীদের অতিলোভী মুনাফার কারণে দেশ বিদেশের খবরসহ বর্তমান বিশ্বকাপ খেলা দেখা থেকে বঞ্চিত রয়েছেন অনেকেই। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে সঠিক প্রদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমেদ সুমন বলেন, ডিস ব্যবসায়ীরা সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের সাথে অন্যায় করেছে। চ্যানেল বক্স বিক্রির নামে ডিস ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে কোটি হাতিয়ে নেয়ার মিশন শুরু করেছে।

এ ব্যাপারে ডিস ব্যবসায়ী সোহেল রানা বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক এক হাজার গ্রাহকের কাছে চ্যানেল বক্স  বিক্রি করে  তাদের নতুন সংযোগ চালু করেছি। যারা চ্যানেল বক্স আমাদের কাছ থেকে ক্রয় করবে না তাদের সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

জিটিভির ক্যাবল অপারেটর ডিষ্টিবিউটর ম্যানেজার মোজাহিদ বলেন, সারা দেশে কোথায়ও চ্যানেল বক্স বিক্রির নিয়ম নেই। আমি  ইনাতগঞ্জের ডিস ব্যবসায়ীদের বলেছি চ্যানেল বক্স বিক্রির নামে গ্রাহকদের হয়রানি না করার জন্য। পরবর্তীতে চ্যানেল বক্স বিক্রি বন্ধ করেছে কিনা জানার জন্য বার বার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G