স্বাস্থ্যের সুরক্ষায় স্মার্ট বেল্ট

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৭ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

belt 02অনিয়মিত খ্যাদ্যাভাস, অতিরিক্ত মেদ বেড়ে যাওয়া সহ স্বাস্থ্য বিষয়ক কোনকিছূর ওপর নিয়ন্ত্রন নেই? এবার আপনার স্বাস্থ্যের এসব বিষয়ের ওপর খেয়াল রাখবে আপনার পরিহিত বেল্টটি। শুধু তাই নয় স্মাট ফোন অ্যাপরিকেশন দ্বারা পরিচালিত এই বেল্টটি কাজ করবে ফিটনেস ট্রাকারের, হ্যাঁ, এবার স্মার্ট ডিভাইসের তালিকায় সংযুক্ত হয়েছে ওয়াল্ট নামের অন্যসব সাধারণ বেল্টের মতই দেখতে অসাধারণ কার্যক্ষমতার এমন ই একটি স্মার্ট বেল্ট ।

ফ্যাশনকে প্রযুক্তিময় করে তুলতে বাজারে অনেক আগেই এসেছে স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট লেন্স,স্মার্ট রিং। এ তালিকায় এবারে যুক্ত হতে যাচ্ছে স্মার্ট বেল্ট। বাজারে আসছে ওয়েল্ট নামের একটি স্মার্ট বেল্ট, যা Belt 01দেখতে অন্যসব সাধারণ বেল্টের মতো মনে হলেও কার্যক্ষক্ষমতায় এটি একেবারেই অসাধারণ।

এই বেল্টটিতে রয়েছে একটি পেডোমিটার সেন্সর। ফলে, বেল্টটি পরার পর এর মাধ্যমে জানা যাবে, কোমরের মাপ, খাবার গ্রহণে, চলাফেরা ও বসে থাকাসহ স্বাস্থ্যের উন্নতি বিষয়ক বিভিন্ন তথ্য।

অন্যান্য ফিটনেস ট্র্যাকারের মতোই এ বেল্টটির জন্য মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। বেল্ট থেকে প্রাপ্ত তথ্য ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্ট ফোনে দেখতে পাবেন ব্যবহারকারী।

ব্যাটারিযুক্ত এই বেল্টটিতে থাকা ইউএসবি’র মাধ্যমে চার্জ দিয়ে এটিকে সচল রাখা যাবে ২০ দিন পর্যন্ত। স্যামসাং-এর অর্থায়নে সি-ল্যাব প্রোগ্রামের আওতায় তৈরী বেল্ট ওয়েল্টের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ ডলার।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G