সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জন আহত ২২জন চীনে

প্রকাশঃ জানুয়ারি ৮, ২০২৩ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

 চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি এ খবর জানিয়ে বলেছে, নানচাং কাউন্টিতে রোববার বড়ো ধরনের এ দুর্ঘটনা

ঘটে। এতে আরো বলা হয়, দুর্ঘটনার কারন খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত চলছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন হুবেই ডেইলি মিডিয়া গ্রুপের সাথে সংশ্লিষ্ট স্থানীয় নিউজ আউটলেট জিমু জানিয়েছে,

একটি ট্রাক শবযাত্রায় অংশ নেয়া লোকজনকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশ শবযাত্রার লোকজন।

এদিকে দুর্ঘটনার এক ঘন্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ ড্রাইভারদের উদ্দেশ্যে ভ্রমণ পরামর্শ  জারি করে। এতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে সতর্ক করে বলা হয়, ড্রাইভিং দৃশ্যমানতা খুবই কম। দৃশ্যমানতা

কম থাকায় সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের ঘাটতির কারনে চীনে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G