হবিগঞ্জের জনসভায় পুলিশের হামলায় বিএনপির ৫০ নেতাকর্মী আহত

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২২ সময়ঃ ৮:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

হবিগঞ্জ প্রতিনিধি

সিলেট বিভাগীয় সমাবেশ কাল অনুষ্ঠিত হবে। এর আগে হবিগঞ্জের লাখাইতে দলের এক সভায় পুলিশের হামলায় প্রায় ৫০ জন বিএনপি নেতা আহত হয়েছেন, ইউএনবি রিপোর্ট করেছে। হবিগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানিয়েছেন, সিলেটে বিএনপির ১৯ নভেম্বরের জনসভা এবং তা কীভাবে সফল করা যায় সে বিষয়ে প্রস্তুতি সভা চলছিল বামই বাজারে বিএনপি লাখাই কার্যালয়ে।

সন্ধ্যায় সভা শুরু হওয়ার পর এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে, এতে দলের প্রায় ৫০ নেতাকর্মী আহত হয় বলে জানান জালাল। “বিএনপির লোকজন আমাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করায় আমরা তাদের বাধা দিয়েছি। সংঘর্ষে লাখাই থানার ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে,”- কথা গুলো বলেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুনু মিয়া।

তবে জালাল বলেন, পুলিশ প্রায় দুই ঘণ্টা বিএনপি নেতাদের লাখাই কার্যালয়ে আটকে রাখে। “যখন আমাদের যেতে দেওয়া হয়েছিল, তখন আমরা বামোই বাজারে আমাদের মিটিং করেছি।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G