হরতাল প্রত্যাহারের আহবান শিক্ষামন্ত্রীর

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

শিক্ষামন্ত্রীসন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়ার জন্য বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

শনিবার সকালে নগরীর কলেজিয়েট স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান ‍জানান।

এসময় মন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা, গাড়িতে আগুন দেয়া, ককটেল- পেট্রোলবোমায় মারা এগুলো রাজনীতি নয়। যদি আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকত তাহলে জনগণ রাস্তায় নেমে আসত, জনগণই অবরোধ করত। আন্দে‍ালনের নামে দেশে যা চলছে তা হত্যাযজ্ঞ। এটা কোন সভ্য দেশে চলতে পারেনা।

মন্ত্রী বলেন, যারা এসএসসি পরীক্ষার্থী তারা তো কোন দলের নয়। তাদের মধ্যে বিএনপি নেতাদের ছেলেমেয়েও আছে, জামায়াতের নেতাদের ছেলেমেয়েও আছে। আন্দোলনের নামে তাদের শিক্ষাজীবন ধ্বংস করা হবে, এটা কিছুতেই মেনে নেয়া যায়না।

পরিদর্শনের সময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/মুহিত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G