হরিণ জবাই, মাংস নিয়ে গেল পুলিশ

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৯:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

bccnews24.com-deer-582x330অবৈধভাবে হরিণ শিকার করে জবাইয়ের পর ওই মাংস খেতে পারলোনা ভোলা চরফ্যাশনের কামাল হোসেন নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা। তার আগেই পুলিশ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি মাংস জব্দ করে নিয়ে যায়।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার শশীভূষণ থানার চর কলমি এলাকায় তার বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়। তবে পুলিশ আসার খবরে বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে চর কলমি এলাকায় কামাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরে ২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

হরিণ শিকারের ব্যাপারে স্থানীয়রা জানায়, মিঠা পানির সন্ধানে প্রায়ই বন থেকে হরিণ জনপদে চলে আসে। এ সব হরিণ ধরতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া চক্রটি বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতেও হরিণ শিকার করে আসছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G