হর্ন বাজিয়ে সহিংসতার প্রতিবাদ বৃহস্পতিবার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sajahanবিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে সহিংসতা ও পেট্রোল বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এর মধ্যে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটা থেকে একটা পর্যন্ত দেশের সব পেশাজীবীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

এরপর একটায় রেল, সড়ক, নৌ-পথে চলাচলকারী সব ধরনের যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় দলের কনভেনশন থেকে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের  স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খালেদা জিয়া ও তার নেতৃত্বধীন ২০ দলীয় জোট। তাই সবাইকে ঐক্যবদ্ধভাকে এদেরকে প্রতিহত করতে হবে।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল বিরোধী এক কর্মসূচিতে নৌ মন্ত্রী বলেন, ২০ দলীয় জোটের বিষাক্ত ছোবলে বাংলার মানুষ বিষিয়ে উঠেছে। এখন এদেরকে প্রতিরোধ করার সময় হয়েছে।

খালেদা জিয়া বাংলাদেশে রাজনৈতিক খলনায়িকা হিসেবেও উল্লেক করেছেন নৌ মন্ত্রী।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক কৃষক লীগ নেতা  এম এ করিম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সহ প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/রোদেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G