হাইকোর্টের নির্দেশে ৩৪ কোম্পানির ওষুধ উৎপাদন নিষিদ্ধ
হাইকোর্ট ১৪ টি কোম্পানির সকল প্রকার এবং ২০ টির এন্টিবায়োটিক জাতীয় ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের একটি বেঞ্চ সোমবার এই রায় দেন।
এসব কোম্পানি গোপনে ওষুধ তৈরি বা বিক্রি করছে কি না এবং কোম্পানিগুলোর সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে প্রতি তিন মাস পর পর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে রায়ে।
ওই ৩৪ কোম্পানির মধ্যে ১১ কোম্পানির লাইনেন্স সরকার ইতোমধ্যে বাতিল করেছে বলে জানান আবেদনকারীপক্ষের আইনজীবী মনজিল মোরশেদ।