হাইকোর্টে দু’জন স্থায়ী বিচারপতির শপথ
নিজস্ব প্রতিবেদক
দুজন অতিরিক্ত বিচারপতি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। আজ বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁদের শপথ পাঠ করান।
এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের ৭৮ বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
২০১৩ সালের ৫ আগস্ট অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি কাশেপা হোসেন। সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে তাঁদের নিয়োগ দেওয়া হলো।
গত ৩ আগস্ট এ দুই বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেন সুপ্রিম কোর্ট।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর