হাঙ্গেরিতে আটকে আছে শতাধিক অভিবাসী

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ovibashiঅভিবাসী সংকটের সমাধানে ইউরোপিয় দেশগুলোও বেশ কিছুদিন যাবত ব্যাপকভাবে কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।  অভিবাসীদের অস্ট্রিয়া এবং জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে উঠতে বাঁধা দেয়া হয়। হাঙ্গেরি সরকারের একজন মুখপাত্র বলেছেন, তারা শুধুমাত্র ইইউ এর আইন অনুযায়ী কাজ করছেন।

অভিবাসীদের জন্য ট্রেন বন্ধ করে দেয়ার পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মুল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনটি শত-শত অভিবাসী সেখানে অপেক্ষা করছেন। অন্যান্য ইউরোপিয় দেশে অভিবাসীদের গমন ঠেকাতেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

গ্রীসের কথা উল্লেখ করে হাঙ্গেরি সরকারের একজন মুখপাত্র জোল্তান কোভাকস বলেন, গ্রীকরা কোন ধরণের নিবন্ধন ছাড়াই যেভাবে হাজার হাজার মানুষকে ইউরোপের কেন্দ্রে ছেড়ে দিয়েছে তা অগ্রহণযোগ্য। হাজার-হাজার মানুষ আশ্রয়ের জন্য উত্তর ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে, এদের মধ্যে অনেকেই যুদ্ধ এবং নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে।

ডাবলিন রেগুলেশন নামে পরিচিত ইইউ-এর আইন অনুযায়ী, শরণার্থীরা প্রথমে যে দেশে পৌঁছাবে সেখানেই তারা আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে। কিন্তু ইটালি এবং গ্রীসের মতো দেশগুলো বলছে, অব্যাহত শরণার্থীদের চাপ তারা সামলাতে পারছে না এবং অনেক শরণার্থীও উত্তর ইউরোপে যাবার চেষ্টা করছে।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G