হাতের শক্তিতেই থেমে যায় গাড়ি

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৭ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

hulk 02পাকিস্তানের মর্দান শহরের বাসিন্দা আরবাব খিজির হায়াত। ২৫ বছর বয়সি হায়াতের শুধু বিশাল দেহ নয়, তাঁর শারীরিক শক্তিও চমকে দেওয়ার মতো।শুধু হাতে ট্র্যাক্টর বা একজোড়া অত্যাধুনিক মোটরগাড়ি থামিয়ে দিতে সক্ষম এই যুবক।

হাল্কমান হিসেবে খ্যাত হায়াতের দৈর্ঘ্য ৬ফিট ৩ ইঞ্চি, ওজন ৪৩১.৮২ কেজি। তার প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে ৩৬টি ডিম, ৩.১৭৫ কেজি মাংস, ৫ লিটার দুধ ছাড়া আরও অনেক কিছু।

hulk 01জানা যায়, কিশোর অবস্থাতেই ওজন বাড়তে শুরু করে হায়াতের। তার স্বপ্ন, ভারোত্তলনে বিশ্বরেকর্ড গড়া। এরপর WWE প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।

নিজের সম্পর্কে হায়াত জানান, ‘আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আল্লাহকে ধন্যবাদ এই শরীর দেওয়ার জন্য। বিশ্ব ভারোত্তলন মঞ্চে প্রবেশ করা এখন শুধু সময়ের অপেক্ষা।’

বিশাল শরীর নিয়ে কখনও সমস্যায় ভোগেন? এমন প্রশ্নের উত্তরে হায়াত আরও জানান, ‘আমার কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই। ওজন নিয়েও অস্বস্তি নেই। বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে এই দেহ রক্ষণাবেক্ষণ করা জরুরী।’

জানিয়েছেন, সম্প্রতি জাপানের এক প্রতিযোগিতায় হায়াত প্রায় ৪৫৩৬ কেজি ওজন তুলতে সক্ষম হয়েছেন। পাকিস্তানের হায়াত ভক্তরাও আশায় বুক বাঁধছেন WWE এর মতো বিশ্ব মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক হায়াত।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G