হানাহানি মুক্ত নির্বাচন হবে: ইসি

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ec-election-commitionঅতীতের যেকোনো সময়ের চেয়ে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিন-চার গুণ বেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ শাহ নেওয়াজ।

রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে রবিবার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ভোটারদের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমরা আশা করছি, নির্বাচনে কোনো ধরনের গোলমাল হবে না। গোলমাল হলে সেনাবাহিনীর সদস্যরাও প্রস্তুত থাকবে।’

শাহ নেওয়াজ বলেন, ‘ভোটারদের অনুরোধ করব, তারা যেন ভোটকেন্দ্রে এসে ফেসটিভ মুডে (উৎসবমুখর পরিবেশ) ভোট দেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিধি অনুযায়ী রবিবার মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ হবে। প্রচারণা বন্ধ মানে বন্ধ। যেকোনো প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘিত হবে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রচারণা বিষয়টি আমরা নজরে রাখব। কেউ যেন বেআইনীভাবে প্রচার-প্রচারণা না করেন।’

এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলেও শাহ নেওয়াজ জানান।

তিনি বলেন, ‘নির্বাচনী এলাকায় যাদের কোনো কাজ নেই, যারা বসবাসও করেন না। এ সব বহিরাগতদের নির্বাচনী এলাকার বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G