হারিয়ে যাচ্ছে সবুজ বনভূমি

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৬ সময়ঃ ৬:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

তারিক হাসান:

fun-damage

এই সুন্দর পৃথিবীর মনোরম সবুজ বনভূমি মানুষের অপরিসীম চাহিদার কাছে প্রতিনিয়ত হার মেনে চলেছে। তাই সবুজ আজ বিপুপ্তির পথে। এর মাত্রা এখন অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে। এর জন্য আমরাই দায়ী। সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে আমাদের আগ্রহের সীমা না থাকলেও সৃষ্টিতে বেজায় অনাগ্রহ। তারই ফলাফল, এই উজার হয়ে যাওয়া সবুজ বন।

একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে পৃথিবীর মোট বনভূমির শতকরা দশ ভাগ বনভূমি হ্রাস পেয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ওয়াটসন বলেন, বিশ্বব্যাপী গুরুত্বপূ্র্ণ উপবন এলাকাগুলোর বনভূমি ধ্বংসের ফলে, সহনীয় জীববৈচিত্র ধ্বংস হচ্ছে এবং সেই সাথে সহনীয় জলবায়ুর উপরও ব্যাপক প্রভাব পড়ছে।

গবেষণায় আরও দেখা গেছে, গত দুই দশকে ১১.৬ মিলিয়ন বর্গ মাইল বনভূমি বিলীন হয়েছে, যার বেশির ভাগ বনভূমি মধ্য আফ্রিকা ও আমাজনের।

অধ্যাপক জেমস ওয়াটসন মানুষের বিভিন্ন কর্মকান্ড যেমন-খনি ও তেল-গ্যাস অনুসন্ধান এবং কৃষির সম্প্রসারণকে বনভূমি ধ্বংসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

শিক্ষণীয়ঃ সবকিছুর একটা সহনীয় মাত্রা আছে। তেমনি আমাদের চাহিদার মাত্রা ভুলে গেলে চলবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সবুজ বন উজাড় করলে ক্ষতি নেই। কিন্তু আমরা তা কতটুকু মানছি সেটাই প্রশ্ন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G