‘হালদা’ সিনেমায় জাহিদ-মোশারফ-তিশা

প্রথম প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ

aaaaaa

সম্প্রতি নতুন এক ছবি নির্মান করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। ছবিটির নাম হলো ‘হালদা’। ভিন্ন ধারার গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে অভিনয় করতে যাচ্ছেন দর্শকনন্দিত তিন শক্তিমান অভিনয়শিল্পী।

অভিনয়শিল্পীরা হলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং মোশাররফ করিম। সকলের কাছেই রয়েছে বিশেষ এই তিন শিল্পীর এক আলাদা রকমের দর্শকপ্রিয়তা। এছাড়াও আরো থাকছেন ফজলুর রহমান বাবু ও রুনা খান।

জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে টানা ২৫ দিন হালদা নদী ও এর আশপাশের এলাকায় ছবির চিত্রধারণের কাজ চলবে বলে। তৌকির আহমেদ জানান, ‘গল্পের প্রয়োজনেই এই তিন অভিনয়শিল্পীকে নির্বাচন করেছি।

ছবির গল্প তাদের কাছে ভালো লেগেছে, আশা করছি তারাও গল্পের সঙ্গে নিজেদের অভিনয় দক্ষতা যুক্ত করে ভালো কিছু দিবেন। সবমিলিয়ে ভালো একটা কাজ হতে যাচ্ছে।

মূলত, ‘হালদা’ নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা নিয়েই ছবির কাহিনি গড়ে উঠেছে।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G