হিটলারের টেলিফোন নিলামে
প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৭ সময়ঃ ৫:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসী নেতা অ্যাডলফ হিটলারের ব্যবহৃত একটি লাল টেলিফোন নিলামে ২৪৩,০০০ ডলারে বিক্রি হয়েছে।যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের চ্যাসাপিক শহরের এক নিলামে ফোনটি বিক্রি হয়। তবে এটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
ফোনটির গায়ে অ্যাডলফ হিটলারের নাম খোদাই করা আছে। এটি ট্রেন, যানবাহন এবং যুদ্ধক্ষেত্র সবখানেই ব্যবহার করা হতো। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে ফোনটি পাওয়া গিয়েছিল। জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সেনারা সুভ্যেনির হিসেবে ফোনটি তুলে দিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তা স্যার র্যাল্ফ রেইনারের কাছে। রেইনারের ছেলে একসময় সামান্য কিছু টাকার বিনিময়ে এটি বিক্রি করে দেন।
ফোনটি নিলামে তুলেছে ‘অ্যালেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন্স হাউজ’ নামের একটি সংস্থা। নিলাম শুরু হয়েছিল ১০০,০০০ ডলার থেকে। সংস্থার কর্মকর্তারা ফোনটিকে গণবিধ্বংসী মারণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। কারণ, হিটলার এ ফোনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ মারার নির্দেশ দিতেন। তার দেওয়া নির্দেশে সে সময় বহু ইহুদিকে হত্যা করা হয়। ইতিহাসে এটি হলোকাস্ট নামে পরিচিত
ফোনটি ছাড়াও নিলামে হিটলারের অ্যালসেশিয়ান কুকুরের একটি মূর্তিও ২৪ হাজার ৩শ’ ডলারে বিক্রি হয়েছে। এটি কিনেছেন অন্য আরেকজন।
প্রতিক্ষণ/এডি/নাজমুল