হুজি, জেএমবি ও শিবির সব এক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
হরকাতুল জিহাদ (হুজি), জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও শিবিররের মতো উগ্রপন্থী জঙ্গী সংগঠনগুলোর লক্ষ্য একই এবং তারা একইসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল।রোববার সকালে নগরীর আকবর শাহ থানায় গ্রেপ্তার জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল নেতা এরশাদ হোসেনকে (২০) জিজ্ঞাসাবাদের পর উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সিএমপি কমিশনার বলেন, হুজি, জেএমবি ও শিবিরের মতো জঙ্গী সংগঠনগুলোর লক্ষ্য আলাদা আলাদা হলেও বর্তমান সরকার বিরোধী আন্দোলনে তারা এক হয়ে কাজ করছে। তাদের লক্ষ্য হয়ে গেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর হামলা চালানো।
তিনি বলেন, কৌশলগতভাবে জেএমবি-জামায়াত এক হয়ে গেছে। গত ১৭ মার্চ শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। নগরীতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল। এদিক থেকে জেএমবি ও জামায়াত এক লক্ষ্য নিয়ে কাজ করছে।
এসময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/রিজা