১০,৩৪৭ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

NEC.bnews_.asia_১০ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পগুলো বাস্তবায়নের পুরো টাকাই দেবে সরকার। ছয় প্রকল্পের মধ্যে একটি পুরানো ও পাঁচটি নতুন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G