১০ টাকা খাবার বিল কম, দাড়ি টেনে ছিড়ে ফেলার ঘটনায় বরিশালে তুলকালাম: আহত ৫

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৩ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি

বরিশালে মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর লঞ্চঘাট এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারে তুলকালাম কাণ্ড ঘটে গেছে শুধুমাত্র ১০টা খাবার বিল কম দেয়া নিয়ে! বরিশালে নাস্তা খাওয়ার বিল পরিষোধ করা নিয়ে এক ক্রেতাকে মারধর করার অভিযোগ উঠেছে দোকানীর বিরুদ্ধে।

এ ঘটনায় ক্রেতা সৌরভ আলী আহত হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বরিশাল পুলিশ। ঘটনায় পর বরিশাল পুলিশ অভিযুক্ত দোকানের ম্যানেজার ভানুকে আটক করেছে। এঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সিহাব ও সেলিম সরদার আহত হয়েছে।

স্থানীয় দোকানীরা বলেছে, সৌরভ আলী নামের এক ক্রেতা প্রতিদিনের মত আজও সকালে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নাস্তা করে বিল দিতে গেলে ১০ টাকা নিয়ে তর্ক শুরু হয়। এঘটনার এক পর্যায়ে সৌরভের দাড়ি টেনে ছিড়ে ফেলে হিন্দু সম্প্রদায় দোকানীরা। পরে সৌরভের কাছ থেকে ঘটনাটি স্থানীয়রা শুনে বিক্ষোভ শুরু করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য। এর এক পর্যায়ে পুলিশের সাথে স্থানীয়দের ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও লক্ষ্য করা গেছে, স্থানীয় জনতা দাড়ি ছেড়ার প্রতিবাদ জানিয়ে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এবং অভিযুক্ত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের দোকান ভাংচুর করেন বিক্ষোভকারীরা।

এদিকে লক্ষ করা গেছে, বিক্ষোভকারীরা গ্রেফতারকৃত ব্যক্তির কঠোর বিচারের দাবিতে বরিশাল কোতয়ালী মডেল থানা প্রায় দুই ঘন্টা অবরূদ্ধ করে রাখেন। বিক্ষোভ মিছিলে প্রায় কয়েক শ’ লোক অংশ গ্রহন করেন।

এঘটনায় গুরুত্বর আহত মো. হেলাল বলেন, আমরা প্রতিবাদ করতে গেলে পুলিশ আমাদের উল্টো মারধর করে। পুলিশের লাঠির আঘাতে আমার মাথা ফেটে গেছে। আমরা এর বিচার চাই। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আজিজুল করিম বলেন, এঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন এঘটনায় এক জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। আটকৃত আসামী ও ঘটনার সাথে অভিযুক্তর বিরুদ্ধে মামলার গ্রহনের প্রস্তুতি চলছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G