১৫ জনের অব্যাহতি: প্রসঙ্গ বার্গম্যান
নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন গ্রহণ করে আদালত অবমাননাকারী ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের পক্ষে বিবৃতিদানকারী ১৫ বিশিষ্ট জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এছাড়া বার্গম্যানের পক্ষে বিবৃতি দেওয়ায় বাকি ৩৪ জন বিশিষ্টজনের বিষয়ে আগামী ৩ মার্চ আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
১৫ বিশিষ্ট নাগরিকের মধ্যে আছেন, বদিউল আলম মজুমদার, ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, অরূপ রাহী, আমেনা মোহসীন, নায়লা খান, রাশেদা কে চৌধুরী, সৈয়দা রিজওয়ানা হাসান, শাহাদিন মালিক, শাহনাজ হুদা, জাকির হোসেন, শাহিনা আখতার, ইলিরা দেওয়ান ও হাফিজ উদ্দিন আহমেদ।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ব্লগে মন্তব্য করে আদালত অবমাননাকারী ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের পক্ষে মোট ৪৯ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দেন। এরপর আদালত তাদের সবার কাছে ব্যাখ্যা চেয়েছেন।
আপত্তিকর মন্তব্যের জন্য আদালত বার্গম্যানকে গত বছরের ২ ডিসেম্বর ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২।
প্রতিক্ষণ/এডি/রবি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম