১৬ মানবপাচারকারী আটক

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

handcuffরাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ভুয়া রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে প্রায় দুই সহস্রাধিক পাসপোর্টসহ ১৬ মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-৩ তাদের আটক করে বলে জানিয়েছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে দুই হাজারেরও বেশি জাল পাসপোর্ট ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। ওই ভুয়া রিক্রুটিং এজেন্সির নাম গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সি অ্যান্ড ট্রাভেলস।

র‌্যাব জানায়, এই দালাল চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছে। চক্রটির মাধ্যমে বিদেশে গিয়ে অনেকেই শারীরিক নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছে। এমনকি অনেক নারী শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নিপীড়নেরও শিকার হয়েছেন।

অভিযোগ তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সি অ্যান্ড ট্রাভেলস নামে প্রতিষ্ঠানটি অবৈধ। এরপর মালিবাগ চৌধুরী পাড়ার ৭০/বি নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে দালালসহ ১৬ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

মানবপাচারের অভিযোগ থাকার কারণে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারপরও সাধারণ মানুষকে প্রতারিত করে মানবপাচার করছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G