‘১৭০ কোটি মানুষের দেহে ইসলামপন্থা,এটিকে কেটে ফেলতে হবে’ : ফ্লিন

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৬ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

NEW YORK, NY - NOVEMBER 17: Retired Lt. Gen. Michael Flynn gestures as he arrives at Trump Tower, November 17, 2016 in New York City. President-elect Donald Trump and his transition team are in the process of filling cabinet and high level positions for the new administration. (Photo by Drew Angerer/Getty Images)

মুসলিমবিদ্বেষী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এ নিয়ে চারদিকে চলছে নানান কথা। যিনি ইসলাম নিয়ে বিদ্বেষমূলক কথা বলেছিলেন, তার কাছ থেকে কতটুকু যৌক্তিক নিরাপত্তা পাবেন মুসলিমরা এটাই এখন দেখার বিষয়।

গেল আগস্টের দিকে এই সেনা কর্মকর্তা বলেন, ‘বিশ্বের ১৭০ কোটি মানুষের (মুসলিম) দেহে ইসলামপন্থা (ইসলামিজম) ‘দূষিত ক্যানসার’ এর মতো। আর এটিকে কেটে ফেলতে হবে।’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের স্টটন শহরে অনুষ্ঠিত ‘আহাভাত তোরাহ’ নামের ধর্মসভায় মাইকেল ফ্লিন এ ধরণের উত্তেজনাপূর্ণ বিতর্কিত কথা বলেন।

তার মতে, ‘নাৎসিবাদ, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও সাম্যবাদের মতো আরেকটি মতকে আমরা মোকাবিলা করছি। এটি ইসলামপন্থা, যা এই পৃথিবীর ১৭০ কোটি মানুষের দেহে দূষিত ক্যানসারের মতো। আর এটিকে কেটে ফেলতে হবে।’

তিনি এমন কথাও বলেন, ফ্লোরিডা রাজ্যে ডেমোক্রেট দলের সমর্থকরা ভোটের মাধ্যমে ইসলামী শরিয়াহ আইন চালু করতে চাইছে।

‘যুক্তরাষ্ট্রের বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিদেশি আইন পারিবারিক সমস্যা সমাধানে ব্যবহার করা যাবে না’ এই মর্মে একটি বিলের বিরুদ্ধে অবস্থান নেন ফ্লোরিডার ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। তারা বলেছিল, ‘এই বিল একেবারেই অপ্রয়োজনীয় এবং রাজ্যের মুসলিমদের লক্ষ্য করেই বিলটি আনা হয়েছে।’

ডেমোক্র্যাটদের ঐ অবস্থানের পরিপ্রেক্ষিতে ফ্লিন এরকম মন্তব্য করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G