১ সেকেন্ডে ডাউনলোড করুন ৩০টি মুভি
আন্তর্জাতিক ডেস্ক
‘ফাইভ জি’ নিয়ে ব্রিটেনের একদল গবেষক গবেষণায় ছুঁয়ে ফেললেন নতুন লক্ষ্যমাত্রা।
ফাইভ জি ডেটা কানেকশন নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা এক ‘টেরাবাইট’ করে ডেটা এক সেকেন্ডে ডাউনলোড করতে সক্ষম হয়েছেন।
ইউনিভার্সিটি অফ সারে’তে ‘ফাইভ জি ইননোভেশন সেন্টার’-এ গবেষকরা দিনরাত পরিশ্রম করছিলেন ফাইভ জি কানেকশন নিয়ে।
এখন বাজারে যে ফোর জি কানেকশন পাওয়া যায়, তার থেকে ৬৫ হাজার গুণ বেশি দ্রুত কাজ করবে এটি। এক টেরাবাইট প্রতি সেকেন্ড গতিতে ডাউনলোড হলে ১০০টি সিনেমা মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে।
বিবিসি সূত্রে জানা যায়, সাধারণ ফোর জি কানেকশনের তুলনায় ফাইভ জি-র গতি ৬৫ হাজার গুণ বেশি। সারে-র টিম যে ফাইভ জি নিয়ে কাজ করছেন তার গতি ছাপিয়ে গিয়েছে স্যামসংয়ের ফাইভ জি-র রেকর্ড স্পিডকেও।
বিদেশের বাজারে স্যামসং তাদের পণ্যে যে ফাইভ জি ব্যবহারের সুযোগ দিয়েছে সেখানে প্রতি সেকেন্ডে ৭.৫ জিবি ডেটা ডাউনলোড করা যায়। যা সারে-র টিমের আবিষ্কৃত ফাইভ জি-র তুলনায় ১ শতাংশও নয়। ২০১৮ সাল নাগাদ এই ফাইভ জি বাজারে আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
প্রতিক্ষণ/এডি/নুর